নিজ খবরিয়া — উত্তর দিনাজপুর : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী সমর্থনত কর্মিসভাত যোগ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরত কালিগঞ্জের নজমূ নাট্য নিকেতনত সভার জোগার করা হয়।এদিনা অইন্যলাও উপস্থিত ছিল রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,শহর আর ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা আর নিতাই বৈশ্য সাথত অইন্যলা।
এদিনা সাংবাদিলার মূখমূখী হয়া রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় কন দিল্লীর বিজেপি সরকার রাজ্যের প্রতি অনিহা করিবার সত্তেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানষিলার প্রতি মেলা প্রকল্প গ্রহণ করি যাসে ।তার বাদে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কোন কাম করে নাই তার তানে এলা বিজেপি ওমাক মেনুফেস্টুন বার করিবার পারে নাই। ওমা আর জিতিবার পারিবেন না বলি ওমাক টিকিট দেয় নাই।আর রায়গঞ্জের বিধায়ক যেনুগ করিয়া রায়গঞ্জের মানষিলার তানে কাম করেছেন ওমার কামের মানোসিকতা দেখিয়া মূখ্যমন্ত্রী কৃষ্ণ কল্যানীক তৃণমূলের প্রার্থী করিছেন।
তার আগত ভূল যাতে না হয় কৃষ্ণ কল্যানীকন জয়ী করিবার আহবান করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়নের তানে কেনেকি কৃষ্ণ কল্যানী কামেরব মানষি। এদিনা সভার শেষত সগার আবেদনতব মঞ্চত খোলা গলাত গান করেন।