ক্রান্তি: ১৫এপ্রিল: লোকসভা নির্বাচনের মুখত বিজেপি নেতার গাড়ি থাকি টাকা উদ্ধারের ঘটনাত রাজনৈতিক উত্তাপ বাড়িছে ক্রান্তিত।বিজেপি নেতার গাড়ি থাকি টাকা উদ্ধারের ঘটনা আসলে সাজেয়া আর ষড়যন্ত্র করি করা হইছে বলি অভিযোগ তুলিছে বিজেপি আর বেটিছুয়ার মোর্চা।
তার বাদে সোমবার বিজেপির বেটিছুয়ার মোর্চার তরফ থাকি একটা প্রতিবাদ মিছিল বাইর করা হয়। অভিযোগ তুলা হইসে পুলিশ তৃণমূলের জেলা সভানেত্রীর নির্দেশত পরিকল্পনা করিয়া মিথ্যা অভিযোগ তুলি ব্যাবসার টাকা ব্যাংকত জমা দিবার তানে নিয়া যাবার সময় বাজেয়াপ্ত করে।আর পুলিশ ওইটাক সাজেয়া বিজেপির টাকা বলি প্রচার করে। প্রতিবাদত এদিনা ধিক্কার প্রতিবাদ মিছিল করা হয় মালবাজারের ক্রান্তি এলাকাত।
পুলিশের তরফত উদ্ধার করা টাকাগিলা পুলিশের তরফত দাবী করা হয় সেইলা বিজেপির বলি অভিযোগ । আসলে টাকাগিলা ছিল ব্যবসার এনুগটায় দাবি বিজেপি নেত্রীর। টাকা উদ্ধারের ঘটনাত বেটিছুয়ার মোর্চার জেলা সভানেত্রীর বাড়িত নিশা রাতিত আচমকাত তল্লাশি চালায় পুলিশ বেআইনিভাবে এইটা অভিযোগ তুলে এদিনা।তৃণমূলের আর পুলিশের বিরুদ্ধত প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলত নেতৃত্ব দেয় বিজেপির বেটিছুয়ার মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র উপস্থিত আছিলেন বেটিছুয়ার মোর্চার জলপাইগুড়ি জেলা সভানেত্রী দীপা বণিক, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বেটিছুয়ার মোর্চার রাজ্য নেত্রী মিতালী রায়। এদিনা ক্লান্তি বাজার থাকি শুরু হয় এইটা মিছিল। পাচ শতাধিক বেটিছুয়ার সমর্থক এদিনার মিছিলত অংশগ্রহণ করে। মিছিল থাকি পুলিশের বিরুদ্ধত স্লোগান তুলা হয়।