সরকারি গাছ চুরি করিয়া বিক্রি করিবার বাদে লিখিত অভিযোগ দায়ের পুন্ডিবাড়ি থানাত
নিজ খবরিয়া ,কোচবিহার : সরকারি গাছ চুরি করিয়া বিক্রি করাতে লিখিত অভিযোগ দায়ের হইলেক পুন্ডিবাড়ি থানায়। জানা গেইছে ঘটনাটা ঘটিছে, পুন্ডিবাড়ি থানার ভিতিরা বড়রাংরস গ্রাম পঞ্চায়েত এলাকাত। অভিযোগ, বিতা কয়েকদিন আগেত বড়রাংরস গ্রাম পঞ্চায়েতের ভিতিরা হাতিধুরা এলাকাত ফরেস্ট থাকি সরকারি সেগুন গাছ কাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ ঊঠে স্থানীয় বেশ কয়েকজন মানষির বিরুদ্ধত। সেই খবর…