বোদাগঞ্জের ভামরিদেবী মন্দিরত পুজা দিয়া ভোটের প্রচার আরাম্ভ করিল প্রার্থী জয়ন্ত কুমার রায়
সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রত ভোট আইসা ১৯ এপ্রিল। হাতত আছে মাত্র কয়টাদিন। শনিবার বোদাগঞ্জের ভামরিদেবী মন্দিরত পুজা দিয়া ভোটের প্রচার আরাম্ভ করিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় । নাথুয়ার চর এলাকাত প্রচারত যায়া খোল বাজেয়া নাম সংকীর্তন কইরলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।পত্তিদিনায় লোকসভার বিভিন্ন এলাকাত প্রচার করির যাছেন বিজেপি…