ডাম্পারের ধাক্কাত বাংলাদেশী মানষির মরণ, আহত হইচে আরো চাইরজন
ভাস্কর রায় , রায়গঞ্জ, ৩ এপ্রিল: ডাম্পারের ধাক্কাত বাংলাদেশী মানষির মরণ, আহত হইচে আরো চাইরজন। আহতলার মইধ্যত তিন জন মাইয়া মানষি। আহতলাক ইসলামপুর মহকুমা হাসপাতালত ভত্তি করা হইছে। পুলিশ ডাম্পারের খালাসিটাক আটক করিছে। এইটা ঘটনার তানে এলাকাত খিবে গাপাগুপা শুরু হইচে। ঘটনাখান ঘটিছে ইসলামপুরের রামগঞ্জত ২৭ নম্বর জাতীয় সড়কত। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু…