বাসোত চিপাচিপি ভিড়ত বাড়ি ফিরিছে মানষিলা !
নিজ খবরিয়া,শিলিগুড়ি: একদিকিনা গরমোত হাপুসপুস রাইজ্যের মানষিলা আর ঐন্যদি নির্বাচনের জৈন্যে বাসোত চিপাচিপি ভিড়।শুকুর বার রাইজ্যের দ্বিতীয় ধাপের লোকসভা ভোট। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই তিনখান লোকসভা আসনোত ভোট হোবে। এই বৎসরত দার্জিলিং জেলাত মোট ভোটারের সৈংখ্যা ১৭লক্ষ ৭৬ হাজার ৮৯৮। ইয়ার মৈধ্যে বেটাছাওয়া ভোটারের সৈংখ্যা ৮ লক্ষ ৯৫ হাজার ২৮৭। আর বেটিছাওয়া ভোটারের সৈংখ্যা…