ফুলবাড়িত গাছ থাকি উদ্ধার হইল এক গাভুর চ্যংড়ার মরাদেহা
নিজ খবরিয়া,ফুলবাড়ি, ২৮ মার্চঃ ফুলবাড়িত গাছ থাকি উদ্ধার হইল এক গাভুর চ্যংড়ার মরাদেহা। বিসতিবার সাকালে ফুলবাড়ির ২নং গ্রাম পঞ্চায়েতের রাজীব পাড়া এলাকাত ক্যানেলের পাশত ফাঁকা জাগা থাকি গাভুর চ্যাংড়াটার ঝুলন্ত মরাদেহা উদ্ধার হইসে। মৃত ওই চ্যাংড়াটার নাম দেবাশীষ রায়, বয়স আনুমানিক ২০ বছর বুলিয়া জানা গেইসে। মৃত চ্যাংড়াটার বাড়ির মানষিলারটে থাকি জানা গেইসে , বিতা…