নিজ খবরিয়া মেখলিগঞ্জ, ১৩ এপ্রিলঃ এইটা বছর অনুষ্ঠান হইল না মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৮৭ খারিজা গোপাল পুর কামাত এলাকার ঐতিহ্যবাহী চড়ক মেলা। এইটা বছর ৪৯ তম বর্ষ। কিন্তু ঠিক কিসের তানেব গাজনের উৎসব বন্ধ রাখিল মেলা কমিটি ওইটা বিষয় স্পষ্ট করি জানা যায় নাই। মেলা না হবার বাদে মন খারাপ এলাকার আবাল বৃদ্ধ বনিতার। কেনে কি এইটা মেলা এইটা এলাকার একটা ঐতিহ্য।
কয়েকটা সম্প্রদায়ের মানষি মিলিয়া প্রতিবছর এইটা মেলার অনুষ্ঠান হয়। মেলার এক মাস আগত থাকি শুরু হয় গাজনের উৎসব। সারাবছর ধরি এলাকার মানষিলা অপেক্ষা করিয়া থাকে এইটা মেলাটার তানে। চৈত্র মাস মানে চড়ক মেলা। আর এইটা উৎসবক ঘিরিয়া চৈত্র মাস ধরি চলে নাচ গান বাজনা। চড়ক মেলার আগত হয় হাজরা পরব। সেইটা পরবত শ্মশান কালির পুজা, মহাদেবের পুজো ছাড়াও চলে সারারাতি ধরি নাচ গান। গ্রামের মানষিলা রাতি জাগিয়া ওইটা অনুষ্ঠানের মজা নেয় । কিন্তু এইবছর কিছুই নাই। তার বাদে এলাকার মানষি জানাইল, চৈত্র মাস মনে হয় না।মেলা দিন পরে এলাকার মানষিলা গাজনের উৎসব থাকি বঞ্চিত হইল। কেনুগ ককরিয়া চৈত্র মাস কাটি গেইল বুঝায় পানু না। এইটা বছর চড়ক মেলা না হবার তানে মনটা খুবে খারাপ লাগেছে।
হামা আশা করেছি গাজন কমিটা যাতে আইস বছরগিলাত এইটা উৎসব চালেয়া যায়। এক একটা উৎসবত এক একটা এলাকা মাতিয়া ওঠে। এইটা গাজনের উৎসবত এলাকার ছবিটা অইন্য রকম হয়। গটে এলাকাত ছড়ায় থাকে একটা অনাবিল খুশির আনন্দ। কিন্তু মেলা বছর থাকি চলি আইসা একটা উৎসব এনুগভাবে আচমকাত বন্ধ হয়া যাবার বাদে গটে এলাকাটা যেন আনধারত ডুবেছে।