কৌশিক বর্মণ, কোচবিহার, ৩ এপ্রিল : লোকসভা নির্বাচনত কোচবিহারক পখির চোখু করিয়া মেলা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় আরত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।হাতত গোনা কয়টা দিন বাদতে লোকসভা নির্বাচন। আইসা ১৯ এপ্রিল কোচবিহার আসনত পত্থম দফার লোকসভা নির্বাচন হবে। আর এই লোকসভা নির্বাচনত কোচবিহারক পখির চোখু করি ইয়ারেমইধ্যে জোরকদমে প্রচার শুরু করিসে তৃণমূল কংগ্রেস। নিজের হারেফেলা আসন ফিরি পাবার বাদে মেলা কর্মসূচি নিছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আরত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ক বাদ দিয়াও মেলা তারকার নাম রাখিচে প্রচারের তালিকাত ।
এই নিয়া তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করিয়া কন , আইসাকালি মাথাভাঙ্গার গুমানিহাট এলাকাত রাইজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আছে। আরত্ত আইসা ৫ এপ্রিল তুফানগঞ্জের নাগুরহাট উচ্চ বিদ্যালয়ত, ১২এপ্রিল দিনহাটার সংহতি ময়দানত, ১৫ই এপ্রিল কোচবিহার দক্ষিণ বিধানসভার সাহেবেরহাট মিলন সংঘের মাঠত জনসভা করিবে রাইজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথত আইসা ১৩ এপ্রিল কোচবিহারের সিতাই বিধানসভাত রোড শো আরত্ত ১৬ এপ্রিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠত জনসভা করিবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মোদির প্রচারের পাছত হারায়া যাওয়া কোচবিহার আসন ফিরি পাবার বাদে মেলা কর্মসূচি থকাতে, মরিয়া হয়া উঠেছে তৃনমূল নেতৃত্ব এমনে মনে করেছে রাজনৈতিক মহল।