যোগদান অব্যাহত, সিপিআইএম আর অইন্য দল ছাড়িয়া তৃণমূলত যোগদান করিল ৩০০ জন সদস্য

hamar darpan

রাজগঞ্জ, ১৬ এপ্রিল তৃণমূল কংগ্রেসত যোগদান অব্যাহত, সিপিআইএম সাথত অইন্য দল ছাড়িয়া তৃণমূল কংগ্রেসত যোগদান করিল ৩০০ জন সদস্য।মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়োবাড়ি হাড়িয়ার বাড়ি এলাকার প্রায় তিনশতাধিক কর্মী সমর্থক সিপিআইএম সাথত অইন্য দল ছাড়িয়া তৃণমূলত যোগদান করে।

রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি নয়া সদস্যলাক দলত যোগদান করাই।অইন্যপাখায় মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের টেপারিভিটা গ্রামে পঞ্চায়েত নির্বাচনত বিজেপির হয়া লড়াই করা প্রার্থী বিজেপি ছাড়ি তৃণমূল কংগ্রেসত যোগদান করিল।

এইটা বিষয়ত রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতি দেখিয়া রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০ জন সিপিআইএম ছাড়ি তৃণমূলত যোগদান করিল।প্রতিদিন যোগদান কর্মসূচি চলেছে।যেঠে নাখান দল থাকি মেলা মানষি উৎসাহের সাথত তৃণমূল কংগ্রেসত যোগদান করেছেন।

লোকসভা নির্বাচনের প্রাক্কালত এইটা যোগদান দলের অনেকখান শক্তি বৃদ্ধি করিছে বলি জানাইল ওমা। এদিনার যোগদান সভাত উপস্থিত আছিলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমির দত্ত,রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল কমিটির সভাপতি ফিরদৌস আলম প্রধান, দূতকুমার দাস, সাদেকুল ইসলাম সাথত অইন্যলা

Spread the love