নিউজ ডেস্ক,১ এপ্রিল: সাতসাকালে পানিট্যাঙ্কি থাকি উদ্ধার হইল একটা বেটিছাওয়ার মরা দেহ, ওইটা ঘটনা নিয়া গাপাগুপা শুরু হয়া যায় খড়িবাড়ি পানিট্যাঙ্কিত এলাকাত।
জানা গেইসে পত্তিতিদিনের নাখান খড়িবাড়ি পানিট্যাঙ্কি ৩২৭ নং জাতীয় সড়কত সাকালে হাটিবা যায় মেলা মানষি, কিন্তক এদিনা হাটিবা যায়া কিছু মানষির নজরত আইসে একটা বেটিছুয়া রাস্তাত রক্তারক্তি অবস্থাত পড়িয়া আছে। সেলায় ওঠেকোনা থাকা মানষিলা খবর দেয় পুলিশক, ঘটনাজাগাত পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।
জানা যায় বেটিছাওয়াটার বাড়ি শিলিগুড়িত, খুশি নামে পরিচিত। মরাদেহা খান উদ্ধার করিয়া খড়িবাড়ি থানার পুলিশ নিয়া যায়। মরাদেহা খান ময়নাতদন্তের তানে উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালত প্যাঠাবে পুলিশ । বেটিছাওয়াটা কেমুন করি মারা গেইল, উমরা খড়িবারি পানিট্যাঙ্কিত কি করিবার আসিসে ওইলা গটায় ঘটনার তদন্ত শুরু করিছে পুলিশ।ফাইনাল