ঝড় বিধ্বস্ত এলাকাত ত্রাণ পৌঁছায় দিল কলেজ পড়ুয়ালা

hamar darpan

নিজ খবরিয়া ক্রান্তি, ১১এপ্রিল : মনত ইচ্ছা থাকিলে সবলা কাম করা সম্ভব ওইটা আরো আরেক বার প্রমাণিত হইল। স্কুল কলেজের পড়ুয়ালা একঠে হয়া এইবার ঝড় বিধ্বস্ত এলাকার মানষিলার পাশে আসিয়া দাঁড়াইলেন। ক্রান্তি ব্লকের মেলা কলেজ পড়ুয়া একতা বন্ধন সমাজ সেবক নাম দিয়া দুর্গতলারভ পাশত আসিয়া দাঁড়াইলেন ।

নাখান জায়গা থাকি চাঁনদা সংগ্রহ করি এদিনা ওমা নানান নাখান খাবার সামগ্রী যেনুগ চাল, ডাল, সয়াবিন, তেল সাথতব যাবতীয় জিনিস তুলি দেন। সংগঠনের তরফ থাকি এদিনা ওমা বার্নিশ এলাকাত ় আইসেন আর সবলা বাড়িত এইটা ত্রাণ পৌঁছায় দেন ওমা। এদিনা সংগঠনের তরফ থাকি উপস্থিত আছিলেন অসীম রায়, সুব্রত রায়, রাখি রায়, রনিতা সরকার সাথত প্রমুখ ।

Spread the love