ডাম্পারের ধাক্কাত বাংলাদেশী মানষির মরণ, আহত হইচে আরো চাইরজন

ভাস্কর রায় , রায়গঞ্জ, ৩ এপ্রিল: ডাম্পারের ধাক্কাত বাংলাদেশী মানষির মরণ, আহত হইচে আরো চাইরজন। আহতলার মইধ্যত তিন জন মাইয়া মানষি। আহতলাক ইসলামপুর মহকুমা হাসপাতালত ভত্তি করা হইছে। পুলিশ ডাম্পারের খালাসিটাক আটক করিছে। এইটা ঘটনার তানে এলাকাত খিবে গাপাগুপা শুরু হইচে। ঘটনাখান ঘটিছে ইসলামপুরের রামগঞ্জত ২৭ নম্বর জাতীয় সড়কত। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করি দিসে। পাড়ার মানষিলা খালাসিক ধরিয়া বেধরক মারধোর করে।

সূত্রের খবর,মেলাদিন  আগত বাংলাদেশের চাইরজন নাগরিক বৈধ ভাবে ভারতত সাকাইয়ের বাড়িত ঘুরিবার  আসিছিল। উত্তর দিনাজপুরের কানকির মানষি স্বপ্না সরকারের বাড়িত আসিছিল।মঙ্গলবার বাংলাদেশী মানষিলার  বাড়ি যাবার কাথা আছিল। কানকির মানষি স্বপ্নাদেবীক সাথত নিয়া উমরা চোপড়া এলাকাত আছিলেন। চোপড়াত সাকাইয়ের বাড়ি হয়া উমরা শিলিগুড়ি যাবার তানে  রামগঞ্জত বাস ধরিবার বাদে দাঁড়ায় আছিল। 
 
ইসলামপুর থাকিয়া তরিহরি করিয়া  আইসা একটা  ডাম্পার নিয়ন্ত্রন হারেয়া রাস্তার ধারত দাঁড়ায় থাকা বাংলাদেশী মানষিটাক ধাক্কা মারে। ঘটনাজাগাতে একঝন মারা যায়,উয়ার নাম সূচনা সরকার(১৯)। আহত হইছে আরোও চাইরজন।  আহতলার মইধ্যত তিনজন মাইয়া মানষি আছে। আহতলাক ইসলামপুর মহকুমা হাসপাতালত ভত্তি করা হইছে।ইসলামপুর থানার পুলিশ ঘটনা জাগাতে ডাম্পারটাক আটক করিছে। ডাম্পারের খালাসিটাক আটক করিয়া ঘটনার তদন্ত শুরু করিচে ইসলামপুর থানার পুলিশ।
Spread the love