পবিত্র রায়,রাজগঞ্জ: পূর্ণবয়স্ক হরিণের মরণ। ঘটনাখান ঘটিছে গাজলডোবা ক্যানেল রোডত সোমবার মইধ্য রাতিত। বনদপ্তর সূত্র থাকি জানা গেইছে সোমবার রাতিত বৈকুণ্ঠপুর জঙ্গল থাকিয়া দলছুট হয়া রাস্তাত চলি আইসে হরিণটা। গাজলডোবা ক্যানেল রোড দিয়া রাতিত তরিহরি করিয়া ছোট বড় চাইর চাকার গাড়ির সামনাত চলি আইসে।
সন্দেহ করা হচে বড় গাড়ির ধাক্কাত মরন হইছে ওই পূর্ণবয়স্ক হরিণটার। বন কর্মীলা টহল দিবার সমায় দেখিবার পায় রাস্তার ধারত পড়িয়া আছে হরিণটা। পরে বেলাকোবা রেঞ্জেত খবর দেওয়া হয় ।খবর পায়া ঘটনাজাগাত আইসে বেলাকোবা রেঞ্জারলা। উদ্ধার করিয়া নিয়া আইসে বেলাকোবা রেঞ্জ অফিসত। এইটা বিষয় নিয়া বেলাকোবা রেঞ্জ অফিসার চিরঞ্জিত পাল কন সোমবার রাতির ঘটনা ,অনুমান করা হচে গাড়ির ধাক্কাতে মরন হইছে পূর্ণবয়স্ক হরিণটার। হরিণটা উদ্ধার করিয়া মঙ্গলবার বেঙ্গল সাফারিত ময়নাতদন্তের তানে পাঠাইছে।