গা-ঢাকা জঙ্গিলার প্রশ্ন দিঘাত নজরদারি নিয়া

নিউজ ডেস্ক: দীঘা -মন্দারমণিত আগত পর্যটকলার তথ্য যাচাই করা হয়। সেলা সচিত্র পরিচয়পত্র দেখিয়া ওমার নাম-ঠিকানা, হোটেলত আইসা-যাওয়া তারিখ, সবলা রেজিস্টারত লেখা হইসে।উৎসবের মরসুম হোক আর সপ্তাহান্তের ছুটি— বাঙালিলার প্রিয় গন্তব্য দিঘা। ভিড় সামলাবার বাদে পুলিশ-প্রশাসন থাকে বলি দাবি। সেইটা দিঘাত নজর এড়েয়া দিন তিনেক ধরি সন্দেহভাজন দুইটা আইএস জঙ্গি লুকিয়া থাকিল কেনুগ করে, সেইটা প্রশ্নেই শোরগোল পড়িছে।

নিউ দিঘার যেইটা হোটেল থাকি দুইটা জঙ্গি গ্রেফতার হইছে, সেইটা ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে’র (ডিএসডিএ) মূল প্রশাসনিক ভবনের উল্টো পাখায়। দিঘা থানাত বিশেষ দূরত না হয়।সূত্রের দাবি, সেঠে নাম পাল্টে, জাল পরিচয়পত্র দেখেয়া উঠিছিল দুইটা জঙ্গি। ওইলা নিয়া মুখত কুলুপ হোটেলের মালিক থাকি কর্মচারীলার। হোটেল মালিকের বেটা আয়ুষ কুমার শুধু কন ‘‘হোটেলের রেজিস্টার পুলিশ নিয়া গেইছে। ওল্ড আরভ নিউ দিঘায় ছোট-বড় মিলিয়া দুই’হাজারের কাছাকাছি হোটেল-লজ আছে। সুরক্ষার কাথা ভাবিয়া পর্যটকলার তথ্য জানিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ‘অতিথি অনলাইন পোর্টাল’ চালু করিছে।

তার মাধ্যমত প্রতিদিনের তথ্য স্থানীয় থানায় পাঠেবার কাথা হোটেল আর লজ মালিকলার থানা থাকি হোটেল কর্তৃপক্ষক ‘ইউজ়ার নেম’ আর ‘পাসওয়ার্ড’ দেওয়া হইছে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রত ভিসা, পাসপোর্টের তথ্যও আপলোড করিবার কাথা। ঠিকঠাক করিলে, পোর্টালত ‘গেস্ট রেজিস্ট্রেশন ভিউ’ অপশনত যায়া থানার আধিকারিকলা হোটেলের পর্যটকলার তথ্য পাবার পারেন।এইটা নিয়া দিঘা মোহনা, রামনগর, জুনপুট আর মন্দারমণি উপকূল থানাক বিশেষ নির্দেশিকা পাঠাইছিল জেলা পুলিশ। ওইটা মানা হসে না, জঙ্গি গ্রেফতারত ওইটায় সামনত আসিছে। দিঘা-শঙ্করপুর হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী কইছেন, ‘‘পুলিশের পোর্টালত নিয়মিত পর্যটকলার নাম-পরিচয় সংক্রান্ত তথ্য আপলোড করা হয়।’’

জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট আবুনুর হোসেনেরও দাবি, ‘‘অধিকাংশ হোটেলত নিয়মিত তথ্য আপলোড করে।’’ ধরা পড়া মানষিলার তথ্য কি আপলোড করা হইছিল? মন্তব্য করিবার চান নাই ডিএসপি।দিঘা, মন্দারমণিত আগত পর্যটকলার তথ্য যাচাই করা হইসে। সেলা সচিত্র পরিচয়পত্র দেখেয়া ওমার নাম-ঠিকানা, হোটেলত আসা-যাবার তারিখ, সবলা রেজিস্টারত লেখা হইসে। ওইটা খাতা ডিএসডিএ কর্তৃপক্ষক পাঠেবার হইসে। ডিএসডিএ তরফত মাঝেমধ্যত হোটেলত যায়া রেজিস্টার দেখা হইসে। পুলিশের পোর্টাল চালুর পর থাকি সেইটা প্রক্রিয়া বন্ধ। কাঁথির মহকুমাশাসক তথা ডিএসডিএ’র এগজ়িকিউটিভ অফিসার শৌভিক ভট্টাচার্য মানিছেন, ‘‘নতুন পোর্টাল সম্ভবত বাধ্যতামূলক না হয়। পুলিশ ওইটা পোর্টাল চালু রাখিছে, তার বাদে পর্ষদ আগত চালু নিয়ম বন্ধ রেখিছে।’’

মনে করা হচ্ছে, সমন্বয়ের ফাঁক গলেত অপরাধীলার নিরাপদ ঠিকানা হয়া উঠিছে সৈকত শহর। বিতা , ডিসেম্বরে দিঘায় মেলা গাঁজা সমেত ৭ জন গ্রেফতার হয়। নদিয়ার তাহেরপুরের একটা বেটিছুয়ার খুন করিয়া দিঘার অদূরত তাজপুর সৈকতত ফেলি ফিয়া পালায়ছিল ওর এক সাগাই।

Spread the love