মাঝরাতিত অবধি ডিজে বাজানো হইছিল প্রতিবাদ করার বাদে মার খাইল স্কুল শিক্ষকক

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ শিলিগুড়িত একটা স্কুলের শিক্ষকক মারধর করিবার অভিযোগ।এলাকাত মাঝরাতিত অবধি ডিজে বাজানো হইছিল। অনুষ্ঠান বাড়িত ডিজে বাজেবার প্রতিবাদ করার বাদে মার খাবার হইল একটা স্কুল শিক্ষকক। শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনি এলাকার ঘটনা।

জানা গেইছে, বুধবার  রাতি সাড়ে বারোটা বাজিগেইলেও এলাকাত  একটা  বাড়িত ডিজে বাজেবা ধইরছিলো। সেলা অভিজিৎ সরকার নামে একজন  স্কুল শিক্ষক ওইটা  বাড়িত  যায়া  ডিজে বন্ধ করিবার  কথা কন। অভিযোগ, পরে শিক্ষকটাক মারধর করা হয়। কয়েকজন মিলিয়া শিক্ষকক রাস্তাত ফেলায় মারধর করে। ভাঙি  দেওয়া হয়    ওমার মোবাইল। পরে  শিক্ষকের চিকিরাচিকিরিত বগলাবগলি মানষিগিলা আসিয়া ওমাক  বাঁচায়। গুরুতর জখম অবস্থাত স্কুল শিক্ষকক শিলিগুড়ি জেলা হাসপাতালত ভত্তি করা হয়। ঘটনাত আশিঘর ফাঁড়িত লিখিত অভিযোগ দায়ের করা হইছে।
Spread the love