শিলিগুড়িত লোকসভা নির্বাচনের প্রচারত রাইজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

নিজ খবরিয়া, শিলিগুড়ি :দার্জিলিং লোকসভা কেন্দ্রত তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনত শিলিগুড়িত তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থাকি কর্মীসভা হইল।রাইজ্যত মাইয়া মানষির ভোট আছে প্রায় ৪৯ শতাংশ।রাইজ্যত চার কোটি মাইয়া মানষি ভোটারলাক কেন্দ্র করিয়া এইবছর লোকসভা নির্বাচনের প্রচারত নামিছে মহিলা তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ত ভেল্লা মাইয়া মানষি কর্মী-সমর্থক আর বুথ সভানেত্রী আর জেলা নেতৃত্বলার সাথত বৈঠক করিল রাইজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এইদিনা ‘হামার বুথত মোর সথে’ এইটা স্লোগান তুলিয়া খোদ চন্দ্রিমা ভট্টাচার্য বাড়িত যায়া প্রচার করিল।বগলাবগলি প্রচারের রণকৌশল ঠিক করি দিলেক।এদিনার কর্মীসভাত উপস্থিত আছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বোস মিত্র সাথত অইন্য সদইস্যলা।

Spread the love