হাতির তান্ডবত ভাগিল ঘর

নিজ খবরিয়া ফালাকাটা: ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁও এলাকাত হাতির তান্ডবত ঘর ভাগিল জহরুল হক নামে এক মানষির। গ্রামের মানষিলার থাকি জানাগেইছে শনিবার ভোরত ৬টা হাতির একটা দল খয়েরবাড়ি জঙ্গল থাকি বেরিয়া পূর্ব দেওগাঁও এলাকাত ঢুকি তান্ডব চালায়। হাতির দলটা জঙ্গলত যাবার সময় দল ছুটি একটা হাতি জহুরুল হক রান্না ঘরত তান্ডব চালায়। ঘরের বেড়া ভাগি ঘরত রাখা মজুত রাখা ধান, চাল, আটা সেষ করি দেয়। মজুর জহরুল হকের ভয়ানক ক্ষতির মুখোমুখি হইছে। এইটা বিষয়ত বনদপ্তর জানাইছে, নজর দারি চলেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নিয়ম মানিয়া আবেদন করিলে ক্ষতি পূরণ পাবে।

Spread the love