নির্বাচনী প্রচারত ফালাকাটাত আসিবার যাসে সোহম

নিজ খবরিয়া ,ফালাকাটা: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রত তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকের সমর্থত আজি দেওবার ১লা বৈশাখ ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থাকি ফালাকাটা শহরতনির্বাচনী প্রচারত রাস্তাত সভা করিবার আসেছেন টলিউডের অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।

তৃণমূল কংগ্রেস দলীয় সূত্র থাকি জানাইছে,অভিনেতা সোহম এদিনা শহর ধুপগুড়ি মোড় এলাকাত রাস্তাত সভা করিবেন। সাথত থাকিবেন প্রার্থী প্রকাশ চিক বড়াইক সাথত জেলার এক ঝাঁক নেতা। অভিনেতা সোহম চক্রবর্তী রাস্তা সভাটাক কেন্দ্র করিয়া ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকি প্রচার শুরু করিছে তৃণমূল নেতৃত্বলা । হোডিং,ব্যানার, ফ্লাগত গোটে ফালাকাটা ধুপগুড়ি মোড় সাজেয়া তুলা হইসে।

শনিবার ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি রাজু মিশ্র কন ,ফালাকাটা টাউন ব্লকের ১৮টা ওয়ার্ডের হাজার হাজার কর্মীসমর্থক এইটা রাস্তাত সভাত উপস্থিত থাকিবে। এইবার হামা বিপুল সংখ্যাত ভোটত জয়লাভ করিবার যাসি ।ওইটার ইঙ্গিত এইটা রাস্তা সভা থাকি দিবার যাছেন তৃণমূল কর্মীলা।

Spread the love