ফুলবাড়ি, ২০ এপ্রিলঃ প্রকাশ্যত রাস্তাত একটা বেটাছুয়াক মারধর আর গুরুতর আঘাত করি পালাই অইন্য একজন বেটাছুয়া ।ঘটনাটাক ঘিরিয়া গাপাগুপা ছড়াইল।নিবার দুপুরত ঘটনাটা ঘটিল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মার্ডারমোড় লাগেয়া তিস্তা ক্যানেল রোডের পশ্চিম ধনতলা এলাকাত।আহত বেটাছুয়াটার নাম সুশান্ত দাস।ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার মানষিলা ।
জানা গেইছে, সাইকেলত করিয়া দুইটা বেটাছুয়া ফুলবাড়ি পশ্চিম ধনতলা পাখায় যাবার ধইছিল। সেলায় দুইটা বেটাছুয়ার মধ্যত কোন বিষয়ত কেচাল লাগে ।গ্রামের মানুষিলা কিছু বুঝিবার আগত সুশান্তক রাস্তাত ফেলায় মারধর করি ওর মাথাত আঘাত করিয়া পালেয়া যায় অইন্য বেটাছুয়াটা।
আহত অবস্থায় রাস্তাত লুটিয়া পড়ে সুশান্ত।তড়িঘড়ি ছুটি আইসে গ্রামের মানষিলা ।খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশক। পুলিশ আসিয়া আহত বেটাছুয়াটাক উদ্ধার করি শিলিগুড়ি জেলা হাসপাতালত পাঠায়।গোটে ঘটনার তদন্ত শুরু করিছে পুলিশ।