সংবাদদাতা, রাজগঞ্জ: আবাস যোজনার ঘরের তালিকা নিয়া বাড়ি বাড়ি ভোটারলার ফর্ম পূরণ করিবার তানে পারিবারিক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান । বিতর্ক শুরু হইছে রাজনৈতিক মহলত।ভোট লুটার চেষ্টা করেছেন বলি কইছেন বিরোধীলা। ঘটনাটা রাজগঞ্জ বিধানসভার পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের মোগরাডাঙ্গীত । মগরাডাঙ্গী বাজারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকি ক্যাম্প বসানো হইছে আবাস যোজনার।
পানিকউরী গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিত ফর্ম পূরণ করিবার ধইসে আবাস যোজনার। গ্রামের সাধারণ মানষিলার আধার কার্ড নিয়া ফর্ম ফিলাপ করাসে । সেইটা ক্যাম্পত উপস্থিত পানিকউরীগ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া দে সরকার, এমা ছাড়া উপস্থিত আসিলেন মেলা তৃণমূল নেতা। অইন্যপাখায় মগরাডাঙ্গির পার্শ্ববর্তী গ্রাম ডাঙ্গাপাড়াত বাড়ি বাড়ি যায়া গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া সরকার আবাস যোজনার ফর্ম পূরণ করায় আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড:নির্মল চন্দ্র রায়ের সমর্থনত নির্বাচনী প্রচার করেন সোমবার । ডাঙ্গাপাড়ার মানষি পরিমল মণ্ডল কন প্রধান আসিছিল একটা ফর্ম ফিলাপ করাই। প্রধান জানাইল ভোটত জিতিলে ডিসেম্বর মাসত ঘরত টাকা দিবেন। দিদির উন্নতির সাথত তৃণমূল কংগ্রেসক ভোট দিবার আটুস জানাইল প্রধান সাহেবা।তৃণমূল নেতালা কন দিদির স্পেশাল নির্দেশ আছে ফর্ম ফিলাপ করেবার তানে। যেঠে ভোটের বাকি তিন দিন চলেছে আচরণবিধি লাগু। কিন্তু আচরণ
বিধি লংঘন করি চলেছে ফর্ম ফিলাপ। নেতালা আরো জানাইল দিদির নির্দেশত এইটা ফর্ম ফিলাপ। অনেক পঞ্চায়েতের সদস্যার স্বামীর মোহাম্মদ আইজুল হক ওমারভ মুখত শোনা গেইল” মমতার সুযোগ সুবিধা পাবে আর ভোট দিবে বিজেপি এটা হবে না। কেন্দ্র সরকার কোন টাকা পাইসা দেয় না। ভোটত জয় হয়া আসিলে রাজ্য সরকার ঘরের টাকা তুলি দিবে সাধারণ মানষিলার হাতত তার বাদে ফর্ম ফিলাপ করেবার হসে। অইন্য পাখায় গ্রামের মানষি কন ক্যাম্পত আধার কার্ড নিয়া আসিবার কইছিল তার বাদে নিয়া আসিছি ঘরের টাকা দিবে কইল ওইটার ফর্ম ফিলাপ করেছি।
এইটা বিষয়ত পানিকউরী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া দে সরকার জানাই, কেন্দ্র সরকারত আবাস যোজনা প্রকল্পের মাধ্যমত যেইলা ঘরের লিস্ট ২০১৮ সালত তৈরি হইছিল সেইলা ঘরের টাকা আটকি রাখিছে কেন্দ্র সরকার। রাজ্য সরকার সেইলা ঘরের টাকা প্রদান করিবে তার বাদে এইটা ফর্ম ফিলাপ। বাড়ি বাড়ি যায়া ফর্ম ফিলাপ করেবার তানে দৌড়াছেন পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান। অইন্য পাখায় এইলা নিয়া বিজেপির রাজগঞ্জ ব্লকের কনভেনার নিতাই মন্ডল জানাইল ভোটের দিনক্ষণ ঘোষণা হবার পর থাকি এই ধরনের কাম করা যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস টেবিল পাতেয়া যোজনার ঘরের তানে ফর্ম ফিলাপ করা হসে।
এইটা নিয়া নির্বাচন কমিশনক অভিযোগ করা হবে। তৃণমূল নেতা আফসার আলী কন বিডিও অফিস এর নির্দেশত আবার যোজনার এইলা ফর্ম পূরণ করা হসে। এইটা বিষয়ত রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন কন বিডিও অফিস থাকি কোনরকম কোন নির্দেশ দেওয়া হয় নাই।