নিজ খবরিয়া, হলদিবাড়ি ও দক্ষিণ দিনাজপুর : রমজান মাসের শেষত পবিত্র ঈদ সারা দেশের সাথত হলদিবাড়িত বিপুল উৎসাহ আরও শ্রদ্ধার সাথত পালন হছে। হলদিবাড়ি হুজুর সাহেবের ঈদগার মাঠত সব থাকি বড় নামাজ-এর আসর বইসে। নামাজ পাঠ করায় শ্রদ্ধেয় সাজু হুজুর। শহরের আট নাম্বার ওয়ার্ডত টাউন মসজিদ, শান্তিনগর প্রামানিক পাড়া মসজিদ প্রাঙ্গন ছাড়াও আরও ভেল্লা মহল্লাত যেঠে ঈদগার মাঠ আছে সৌগ নামাজীলা সোন্দর নয়া জামা কাপর পিন্দিয়া ঈদ এর আনন্দত মাতিয়া ওঠেন বড়লার সাথত ছোটলাও।
পুলিশের পইক্ষ থাকি নিরাপত্তার জোগার করা হইচে। হলদিবাড়ি থানার আই সি কাশ্যপ রাই জানাইল হলদিবাড়ি জুড়িয়া শান্তি আর সম্প্রীতির ঈদ পালান হক। ওমা সগাকে ঈদ এর শুভেচ্ছা জানায়।দক্ষিণ দিনাজপুর জেলার নানান নাখান জাগাতও মুসলিম ধর্মাম্বলী মানষিলার আজি পবিত্র দিনত নামাজ পাড়ার জাগা ঈদগাহের মাঠত আছিল মিলনক্ষেত্র। পবিত্র খুশির ঈদত বিসতিবার সাকাল থাকি দক্ষিণ দিনাজপুর জেলার নানান নাখান ঈদগাহ মাঠত মেলা বইসে ।মেলা মানষি জমায়েত হয়। ঈদের নমাজ শেষত একে অপরক কোলাকুলি করিয়া ফল আর মিষ্টি খিলায় শুভেচ্ছা জানায়। দক্ষিণ দিনাজপুর জেলাত খুশির ঈদত সামিল সাধারণলা। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কুশমন্ডি আর হরিরামপুরের নানান নাখান ঈদগাহত নামাজ পড়ার জোগার করা হয়।
বগলাবগলি ঈদের নমাজের শেষত উঠতি চেংরালা জেলার নানান সিনেমাহলত সিনেমা দেখিবার তানে ভীড় জমায়। অইন্য পাখায়, বেটিছুয়ালা বাহারি চুড়ি আর অসাধারন জামা কাপর আর নকশা কাটা মেহেন্দি পিন্দিয়া দলবান্দি ঘুরিবার বেড়ায়। আজি পবিত্র ঈদ উপলইক্ষত সগারে বাড়িত সুস্বাদু সিমাই, লাচ্চি বিরিয়ানী, কষা খাসি আর মুরগির কোরমা কব্জি ডুবায় খাইতে ব্যাস্ত বাড়ির মানষি সাথত সাগাইলা। এই খুশীর ঈদের আনন্দের জোয়ারত গা ভাসায় ভাসেছেন সারা দেশের সথে দক্ষিণ দিনাজপুর জেলার মুসলিম সম্প্রদায়ের মানষিলা।