ভাস্কর রায় ,উত্তর দিনাজপুর :বুধবার রাতিত ইসলামপুর থানার কমলাগাঁওসুজালি অঞ্চলের ঢুলিগাঁ এলাকাত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষত দুইজন জখম হইছে। আহতলাক রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আরও হাসপাতালত রেফার করা হইছে।
সুজালির অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার কন ‘প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের লোকজন এইলা ঘটনা ঘটাইছে। ছররার আঘাতত একজন গুরুতর জখম হইছে।’ এইটার প্রতিক্রিয়া জানিবার তানে আব্দুল হকক মেলাবার ফোন করা হইলেও ওমার সাথত যোগাযোগ করা যায়নাই। পাড়ার মানষিলারঠে জানা গেইছে, ঘটনার খবর পায়া বিশাল পুলিশ বাহিনী এলাকা দখল নিছে। সুজালিত তৃণমূলের অন্তঃকলহ বিতা কয়েক মাস ধরি জটিল আকার নিছে। ভোটের মুখত এলাকাত ফের উত্তপ্ত হওয়া শুরু করার বাদে সতর্ক পুলিশ।