দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি, ১ এপ্রিল: দফায় দফায় পরিস্থিতির খোঁজ খবর নেসে জেলা শাসক সামা পারভিন। দুনত ক্ষতিরমুখত পড়া মানষিলাক ত্রান হাতে আরাম্ভ করি খাবার, পানীয় জলের ব্যবস্থা কেনং করিয়া করা হবে সেই বিষয়ত নির্দেশ দেছেন। আরও সেই হিসাবে কাজ করি যাসে ময়নাগুড়ির বিডিও প্রসেঞ্জিত কুন্ডু। জানাগেইসে , মূলত ব্লকের বার্নিস গ্রামপঞ্চাইয়েতের ভিতিরা কালিবাড়ি এলাকাত আরত্ত ধর্মপুর , মাধবডাঙ্গা ১ নম্বর গ্রামপঞ্চাইয়েত এলাকাত সব থাকি বেশি ক্ষতি হইসে। প্রাথমিক ভাবে ব্লক প্রশাসনের হিসাব অনুসার গোটা আরত্ত , অর্ধেক মিলায়া ৫০০টার বেশী বাড়ির ক্ষতির হইসে ।
ক্ষতিরমুখত পড়া মানুষিলার সংখ্যা প্রায় ৩ হাজারের বেশী। যদিও পরিস্থিতি সামাল দিবার বাদে নামানো হয়ইসে এনডি আরএফ আরত্ত জেলার ডিজাস্টার ম্যানেজমেন্টের মেলা টিম । খাবার, পানীয় জল থাকি শুরু করি চিকিৎসার জন্য দুইটা রিলিফ ক্যাম্পত স্বাস্থ্য কর্মী আরত্ত চিকিৎসক রাখিসে বুলি ব্লক সুত্রের জানা গেইসে।
আরত্ত জানা গেইসে বার্নিস উচ্চ বিদ্যালয়, সাথত পুঁটিমারি উচ্চ বিদ্যালয়ত পধ্যান রিলিফ ক্যাম্প করা হইসে। ইয়ার সাথত আরও ক্ষতিগ্রস্থ এলাকার ১১ টা জাগাত পাক ঘর বানা হইসে । ওই ক্যাম্প গিলাত প্রশাসনের পইক্ষ থাকি রান্ধা
খাবার দেওয়া হচে । খালি এইটায় নাহয় সাথত দেওয়া হচে শুকনা খাবার । ছোটো ছাওয়ালার বাদে খাবার দেওয়া হচে ।
বিতা দেওবার রাতির পাছত এদিনা ডাল,ভাত সবজি দিসে ব্লক প্রশাষন। উল্টাপাখায় ওই গ্রাম পঞ্চাইতত প্রায় ১১ টা ক্ষতিগ্রস্থ গ্রামত খাবার জলের সমইস্যা দেখা দিসে। এলাকার মানষি রমেন রায় কন , দুনের বাদে চুয়ার জল খাবার অযোগ্য হয়া গেইসে । আরত্ত কারেন্ট না থাকার বাদে টাইম কলের জল আইসেছে না। ওইটার বাদে জলের সমইস্যা দেখা দিসে।
এই বিষয়ত ময়নাগুড়ির বিডিও প্রসেঞ্জিত কুন্ডু কন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পইক্ষ থাকি বিশেষ ব্যবস্থা নিয়া খাবার জল দেওয়া হসে। সাথত আরো ভেল্লা সেচ্ছাসেবী সংস্থাও খাবার জল দেসে । অইন্যপাখে ক্ষতিগ্রস্থ প্রায় ৮ থাকি ৯ কিলোমিটার এলাকাত কারেন্টৈর লাইন ঠিক করিবার তানে বিতা রাতি হাতে কাজ শুরু করিসে বিদ্যুৎ বিভাগের ৯ থাকি ১০টা টিম। আশাকরা যাচে খানিক এলাকাত তারাতারি বিদ্যুৎ দিবার পামো । সাথত উমরা আরো কহেন এলাকালাত মাইকিং করি জানায়া দেওয়া হচে যাতে ছোটো ছাওয়ালা নিয়া বেটিছাওয়ালা রাইতত রিলিফ ক্যাম্প গিলাত যায়া থাকে ।
এই পাক্ষে এম আর ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নীলমণি লাহীড়ি কন , উমার পাক্ষ থাকি ক্ষতিগ্রস্ত এলাকাত শুকান খাবার আর খাবার জল দেওয়া হইচে । উমরাও ব্লক প্রশাসনের সাথত যোগাযোগ রাখিসে। আইসা দিনগিলাত দরকার পড়িলে উমরা আরো সাহাইয্যের হাত বাড়েয়া দেবে । আরত্ত সিভিল ডিফেন্স , এনডি আরএফ এর পাক্ষ থাকি আজি সাকাল থাকি ক্ষতিগ্রস্থ এলাকাগিলাত কাজ শুরু করা হইসে ।