দিবেন্দু সিনহা, জলপাইগুড়ি, ১ এপ্রিল: দেওবার দুপুরা আচম্বিত দুন আসিয়া ছাড়কার করি দিল জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি আরও ক্রান্তি ব্লকের ভেইল্লা জাগা। গাছ উকুড়ি পরিবার সথে সথে উড়ি গেইছে ভেল্লা বসত বাড়ির চাল হাতে শুরু করিয়া স্কুল ঘরের চাল। গাছ ভাঙি পরিয়া মেলা বাড়ির ক্ষতির খবর পাওয়া গিইছে।
গাছত চাপা পরিয়া মৃত্যু হইছে দুই জনের। কারেন্টের খুঁটি উকুরি পরার কারনে কারেন্ট চলি যায়া ঘুটঘুটা আন্দার হয়া আছে ওই এলাকাগিলা। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানাইলেন ঘটনার জাগাগুলাত সিভিল ডিফেন্স টিমক প্যাঠে দেওয়া হইছে। উদ্ধারের কাজ চলেছে। আছে পুলিশ প্রশাসনও। ক্ষতিহওয়া পরিবার গুলার সুবিধা অসুবিধা দেখিবার তানে নির্দেশ দেওয়া হইছে বিডিওরঘরক ।
এদিনা বেলাভাটি সাড়ে তিনটা নাগাদ আচম্বিত দুন আরাম্ভ হয়। ৭ থাকি ৮ মিনিটের দুন থামতেকালেয় সামনাত আসির ধরে দুনের ভয়খোয়া রূপ।তছনছ হয়া যায় খড়িয়া গ্রামপঞ্চাইয়েত এলাকার দক্ষিন সুকান্ত নগর, জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সেন পাড়া এলাকা। এইঠে দুনের তান্ডবৎ এলাকার ভেল্লা বড়ির টিনের চাল উড়ি গেইছে। দক্ষিন সুকান্ত নগর এলাকাত গাছ পরিয়া মৃত্যু হইছে দিজেন্দ্র নারায়ন সরকার (৫২) নামের একটা মনষির। উমরা পুরসভার সেনপাড়া এলাকার কালিতলা রোডের বাসিন্দা। আদি বাড়ি চ্যাংরাবান্দা। এলাকাত ঘরের উপুরা গাছ ভাঙি পরিয়া বাড়ির দুই জন বাসিন্দা সামাইন্য আহত হইছে বুলিয়া খবর। ঘটনার পাছতে দক্ষিন সুকান্ত নগর কলোনি আরও সেন পাড়াত পৌছায় সিভিল ডিফেন্সের উদ্ধারকারি দল। পুলিস কর্মীগিলাক নিয়া ওইঠে যায় আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত।
অইন্যপাখায় দুনের কারনে বাইচান ক্ষয়ক্ষতি হইছে পাতকাটা গ্রামপঞ্চাইয়েতের জমিদার পাড়া এলাকার। এইঠেও দুনের তান্ডবত উড়ি গেইছে মেলা বাড়ির টিনের চাল। স্থানীয় বাসিন্দা কল্যান রায়, বিশ্বনাথ রায়েরা জানান, সামাইন্য কয়েক মিনিটের দুনতে উমরা এক্কেবারে সর্বস্বান্ত হয়া গেইলেক। উমারর কারো বাড়ির চাল উড়ি গেইছে। কারো বাড়ির উপুরা গাছ পরে বাড়ি ভাঙি গেইছে। কিছু বাড়ির দেওয়াল ভাঙিছে। এইল্লা ছাড়াও এলাকাত ছোটো বড়ো গাছ উকুরি পরিছে দুনের দাপটতে। ঘরের উপুরা গাছ পরিয়া আহত হইছেন ৭০ বছরের মহিলা পাসনা দাস। ঘটনার পরেই উমাক সুপার স্পেশালিটি হাসপাতালত নিয়া যায়া চিকিৎসা করানো হৈইছে বুলিয়া জানাইলেক উমরা।
জলপাইগুড়ি কোতয়ালী থানা সুত্রের খবর দুনের কারনে অনিমা মন্ডল (৪৮) নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেইছে। ঘটনার সময় ওই মহিলা রাস্তা দিয়ে যাবার ধরিছিলো। মৃতদেহ উদ্ধার করিয়া ময়না তদন্তের বাদে প্যাঠে দেওয়া হইছে বুলিয়া পুলিস জানাইছে। এদিয়া দুন তান্ডব দেখাইছে ময়নাগুড়ি ব্লকের বার্নিস এলাকাতও। ওইঠেকোনাও একেয় ছবি দেখা গেইছে। প্রশাসন সুত্রের খবর ব্লকের পইক্ষ হাতে ঘটনা জাগাগিলাত টিম প্যাঠায় সরে জমিনে ক্ষয়ক্ষতির হিসাব তথ্য সংগ্রহের কাজ শুরু হয়া গেইছে।
উল্টাপাখে জলপাইগুড়ি জেলা প্রশাসন মারফৎ খবর জলপাইগুড়িত ক্ষতিগ্রস্ত মানষিলার খবর নিবার বাদে আজি রাতি বেলাতে বিশেষ বিমানত করি মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসি সোজা চলি যায় সেনপাড়াত মৃত দ্বিজেন্দ্র নারায়ন সরকারের দিদির বাড়ি। ক্ষতির মুখত পড়া মানষিলার বগলত সরকার থাকিবে কি না পুছিলে মুখ্যমন্ত্রী কন যে, আজিকার এই আচম্বিত দুন জলপাইগুড়ি জেলার গোসালা ,সেনপাড়া, ক্রান্তি, ময়নাগুড়ির মেলা এলাকার ঘরবাড়ি ভাঙিচুড়ি ছাতুচ্ছান করি দিছে , চাইর জন মানষি প্রাণ হারাইছে । এক্কেবারে ভয়ানক অবস্থা । ক্ষতির মুখত পড়া মানষিলার সথে সরকার সৌগসময়ে থাকিবে।কিন্তুক ভোটের কারণে MCC লাগু থাকিবার কারণে মুই কিছু কহেছু না, কিন্তুক প্রশাসন উমার সথে আছে, থাকিবে।প্রশাসন খবর রাখেছে। সমায়মতো ঠিক ঠাক ব্যাবস্থা নিবে।