মন্দিরত পুজা দিয়া প্রচারত ঝড় উঠাইল বিজেপি প্রার্থী জয়ন্ত রায়

মালবাজার: ৩ এপ্রিল: শৈলেন রায় : হনুমান মন্দিরত পুজা দিয়া মালবাজার এলাকাত প্রচার করিয়া ঝড় উঠাইল জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়।এইটা বছর ব্যবধান আরও বাড়িবে এমুন আশা প্রার্থীর।
২০১৯ সালত বিপূল ব্যবধানত জিতিছিলেন জয়ন্ত রায়।

২০২৪ প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর মালবাজার শহরত নির্বাচনী কায্যালয় উদ্বোধন করিবার আসিছিলো। বুধবার আসিলেন ভোট প্রচারের তানে। এদিনা প্রার্থী জয়ন্ত রায় মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড়দীঘি নেপুছাপুর এলাকা থাকিয়া প্রচার শুরু করে।সাথত আছিলেন মাল বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা, জেলা সহ সভাপতি কমলেন্দু দেবশর্মা, মাল উত্তর মন্ডলের অখিল সরকার প্রমুখ

কুমলাই এলাকাত প্রচার শেষ করিয়া প্রার্থী চলি যায় মালবাজার শহরের বাজার রোডত। ওঠে হনুমান মন্দিরত পূজা দেন। পরে ১২ নম্বর ওয়ার্ডের ভোটারলার সাথত দেখা করিয়া পদ যাত্রার মাধ্যমত প্রচার শুরু করে।
সাথত মালবাজার শহর ঘেষ্টাঘেষ্টি ডুয়ার্সের অইন্যতম দেখিবার নাখান জাগা শিবহোম বালাজী মন্দিরত পুজা দিয়া প্রচার শুরু করে। তারপর চলি আইসেন সুভাষ মোরত দুর্গা মন্দিরত। ওঠে পুজা দিয়া স্টেশন রোড এলাকাত পদযাত্রার মাধ্যমত প্রচার করে। বগলাবগলি ডামডিম, ওদলাবাড়ি হয়া গাজোলডোবা এলাকাত প্রচার করে।

সাংবাদিকলার সাথত মুখামুখি হয়া জানাইসে তৃনমুল এইবার হরেয়া যাবে। তারবাদে হামার পোস্টার, ফ্লেক্স ছিড়াইছে। জিতার বিষয়ত ১০০ শতাংশ নিশ্চিত। এইবছর ব্যবধান আরও বাড়িবে।

Spread the love