নিজ খবরিয়া বানারহাট: শিলিগুড়ি, কোচবিহারত প্রধানমন্ত্রীর জনসভার পর ধূপগুড়িত প্রধানমন্ত্রীর জনসভাত হাজির আছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তার বাদে বরফ গলার ইঙ্গিত মিলিছিল। আর সমবার সাকালেয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বানারহাটের লক্ষীপাড়া চা বাগানত আইসেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আর মনোজ টিগ্গাক পাশত বসেয়া জন বার্লা জানাইল,” বিজেপি পরিবার বড় পরিবার। আর বড় পরিবারত তু তু ম্যায় ম্যায় থাকে। তার বাদে এইলা মাঝে মধ্যত হয়। হামা নিজেরলা বসিয়া বিষয়ট মিটিয়া নিছি।”
ওমা আরো কন,” ৪ তারিখ থাকি তো হামা প্রচারত নামিয়া পড়িছি। ২০০৫ সাল থাকি চা বাগানত কাম করেছি। তার বাদে হামা যেইটা কমো চা কামলা ওইটায় করিবে। হামার ওপরত ভরসা করে। এইলা ছাড়া আই এম দা গার্জিয়ান অফ টি গার্ডেন। ওইটা হিসাবে কাম করিমো।”
বানারহাটত কোনো পার্টি অফিস বন্ধ হয়নাই বলি দাবি করিল জন বার্লা।
এদিনা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা কন,” আগত থাকি কইছি জন বার্লা হামার নেতা আছিলেন, আছেন আর থাকিবেন। হামার বিশ্বাস আছিল ওমার আশীর্বাদ হামালার উপরত থাকিবে। কিন্তু মিডিয়া বিষয়টা বাড়েয়া লেখিছিল।”
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রত বিজেপি প্রার্থী হিসাবে মনোজ টিগ্গার নাম ঘোষণা হইলে রাগতে ফাটিয়া পড়িছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। এতদিন জন বার্লাক যেনং প্রচারত দেখা যায় নাই তেমনি বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডাব্লিউইউক প্রচারত দেখা যায় নাই। ইয়ার আগত মনোজ টিগ্গা জন বার্লার বাড়িত আসিলেও জন বার্লার দেখা পান নাই ।এলা দেখিবার বিষয় কেনং প্রচার চালায় জন বার্লা।