নিউজ ডেস্ক, হামার র্দপন :বাইচান গরম থাকি শান্তি। ছুটি আইসেছে কালবৈশাখী। রাইজ্যজুড়িয়া হুড়কা ঝড়ির পূর্বাভাস জারি করিল আলিপুর আবহাওয়া দপ্তর। দেওবার কলিকাতা লাগোয়া মেলা জেলাত সাকালে আকাশের মুখ আনন্ধার। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ আর দুই বর্ধমানত বজ্রবিদ্যুৎ সাথত হুড়কা আরও ঝড়ির সম্ভাবনা আছে। সাথত হবার পারে হুড়কা। হুড়কার গতিবেগ থাকিবার পারে ঘণ্টায় ৫০ থাকি ৬০ কিলোমিটার বেগত।
হাওয়া অফিস জানাইছে, আইসা ২ থাকি ৩ ঘণ্টারত মধ্যে বজ্রবিদ্যুৎ সাথত বৃষ্টি হবার পারে হাওড়া আর নদিয়া জেলার মেলা জাগাত। সাথত হবার পারে ঘণ্টাত ৩০ থাকি ৪০ কিলোমিটার বেগত হাওয়া। শহর কলকাতা আর লাগেয়া এলাকাত আকাশ আংশিক মেঘলা থাকিবার পারে। সাথত হবার পারে বজ্রবিদ্যুৎ সাথত বৃষ্টি। অইন্যপাখায় উত্তরবঙ্গত গোটা সপ্তাহধরি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সবলা জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সাথত বৃষ্টি হবার পারে। সাথত নানান জেলাত হবার পারে ৩০ থাকি ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগত ঝোড়ো বাতাস। আবহাওয়ার এইটা পরিবর্তনের কারণ, এইটা মুহূর্তত রাজ্যের কোথাও তাপপ্রবাহের কোনো সতর্কতা দিসে না আবহাওয়াবিদলা , বৃষ্টির তানে আইসা ৯ তারিখের পর থাকি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থাকি ৩ ডিগ্রি কমিবার পারে বলি মনে করেছে হাওয়া অফিস।