নিজ খবরিয়া — উত্তর দিনাজপুর : রেল প্রকল্পের উন্নয়নটাক অস্ত্র করিয়া কালিয়াগঞ্জত নিজেলার গড় ধরি রাখিবার চাসে বিজেপি। কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আয়োতায় আনিয়া শুরু হইছে রেলে স্টেশন উন্নয়ন এর কাম।
আইসা ৪/৫ মাসের মধ্যত এইটা প্রকল্পের কাম সম্পন্ন হবে বলি জানাইল কাটিয়ার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। শনিবার দুপুরত কালিয়াগঞ্জ রেল স্টেশন পরিদর্শক করিবার আইসেন ডি আর এম৷ওমা এদিনা স্টেশনের কামের অগ্রগতি খতিয়া দেখেন। সাথত সাংবাদিকলার মুখোমুখি হয়া কন নির্বাচন শেষত রাধিকাপুর -বুনিয়াদপুর রেল রাস্তার কাম শুরু হবে খুব তারাতাড়ি রেলের পক্ষ থাকি নির্দেশ দেওয়া হইছে।
ওইলার সাথত দিল্লি গামী ট্রেনের নির্দেশ জারি হইছে ওইটা খুব তারাতাড়ি চালু হবে ওমার কাছত এলাও অর্ডার আসে নাই নির্বাচন কমিশনের নির্দেশ পাইলেই দিল্লি গামি রেল পরিষেবা শুরু হবে বলি দাবি ডিআরএম এর।