ক্রান্তির চেল নদীর সেতু নির্মাণের ঘোষনা হবার পর! ৪৫০ টা ভোটার যোগদিল তৃণমূল কংগ্রেসত

hamar darpan

নিজ খবরিয়া, ক্রান্তি : জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনত ধুপগুড়িত জনসভা হয় বিতা কালি । জনসভায় উপস্থিত আছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইতা জনসভা থাকি ঘোষণা করেন নির্মল চন্দ্র রায় জয়ী হবার পর ২৪ ডিসেম্বরের মধ্যত নির্মল চন্দ্র রায়ের হাত ধরিয়া সেতুর নির্মাণের কাম শুরু করিবেন।

এইটা কাথা শুনিয়া ক্রান্তি ব্লকের সাধারণ মানষি উল্লাসত মাতিয়া উঠে। শনিবার ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের ১০০ টা বাড়ি প্রায় ৪৫০ ভোটার আর এলাকার কংগ্রেস পঞ্চায়েত সদস্য সতীশ মিনস তৃণমূল কংগ্রেসত যোগদান করিল। ওমার হাততবদলীয় পতাকা তুলি দেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ।উপস্থিত আছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়। চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল সামাদ , পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, যুব সভাপতি শাকিল হোসেন, সাথত নেতৃবৃন্দলা।

Spread the love