চালসা: শৈলেন রায়: চালসা যায়া মঙ্গলবাড়ি বাজারত একটা দোকানত ঢুকিয়া চা বানাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঠে উপস্থিত থাকা সোগাকে চা বানেয়া খাওয়াইল ওমা।বিতা দেওবার জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারত হুড়কা হয়। ওইটা ঘটনাত ক্ষতিগ্রস্তলাক দেখিবার তানে রাতিতে জলপাইগুড়ি চলি আইসেন মুখ্যমন্ত্রী। কাথা কন ক্ষতিগ্রস্ত মানষিলার সাথত । আশ্বাস দিসেন পাশত থাকিবার।
চালসাত একটা বেসরকারি রিসর্টত আছেন মুখ্যমন্ত্রী। ওঠে থাকিয়া যাবতীয় কামগিলা করেছেন ওমা। এদিনা মুখ্যমন্ত্রী কনভয় নিয়া চলি যায় মেটেলি ব্লকের আইভিল চা বাগানত। ওঠে জনসংযোগ সারেন। আইভিলত যাবার রাস্তাত ওমা কাথা কন ছাওয়ালার সাথত। ওমাক চকলেট, বিস্কুট দেন। আইভিলত একটা দোকানত জিনিসপত্রের দাম পোছেন মমতা। এইলা ছাড়া রাও কারে বাগানত কাম করা বেটিছাওয়া আর গ্রামের মানষিলার সাথত।
ওঠে থাকিয়া আসিবার সমায় রাস্তাত গ্রামের মানষিলা কিলকোট চা বাগান মোড়ত ওমাক বেহাল রাস্তা মেরামত, হিন্দি আর সাদরি মাধ্যম স্কুলের দাবি জানাইল। ওমা গ্রাম পঞ্চাইয়েতের স্থানীয় প্রতিনিধিক বিষয়টা দেখিবার কাথা কন । পরে চালসা থাকিয়া মালবাজারগামী সড়কের সাতখাইয়া এলাকাত পড়ুয়ালার সাথত রাও কারে মুখ্যমন্ত্রী। পরে সাতখাইয়া থাকিয়া উমার কনভয় চালসার পাখায় চলি যায়। চালসাত মঙ্গলবাড়ি বাজারত রাস্তার পাশত একটা দোকানত ঢুকি চা বানায় মমতা। উপস্থিত থাকা সগাকে চা খাওয়াইল ওমা। স্বভাবসিদ্ধ ভঙ্গিত এদিনা মুখ্যমন্ত্রী কেন্দ্রক নিশানা করে। কেন্দ্র টাকা আটকিয়া রাখিছে বুলি রাইজ্য উন্নয়নমূলক কাম করিবার পারেছে না বুলি তোপ দাগে ওমা।