মিটেলি : ২ এপ্রিল: শৈলেন রায়: উত্তরবঙ্গত আসিয়া তিন দিন পর ফির চিনা ছন্দত দেখা গেইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক। মঙ্গলবার বেলাভাটি ডুয়ার্সের মেটেলি ব্লকের গৌরীগাঁও গ্রামের মার্সী ফেলোশিপ চার্চত যায় মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেলাভাটি বৈঠকের আগত আদিবাসী নৃত্যশিল্পীলার সাথত নাচের তালত পা মিলিবার দেখা গেইল ওমাক। তার সাথত মাদল বাজেবার দেখা গেইল মুখ্যমন্ত্রীক।গীর্জার ভিতরাত ওমা গান গায়া বিশ্বের শান্তির উদ্দেশ্যত প্রার্থনা করে। পরে গীর্জার বৃদ্ধাশ্রমত যায়া আবাসিকলার সাথত দেখাসাক্ষাত করেন। বগলাবগলি বৈঠক করিছেন খ্রীস্টান ধর্মগুরুলার সাথত। ওঠে থাকিয়া বিরিয়া সাংবাদিকলার মুখামুখি হয়া প্রত্যাশিতভাবে নিমক্রণ করিল কেন্দ্রক।
ওমা জানাইছে, ‘কেন্দ্র ১০০ দিনের কামের টাকা বন্ধ করি দিসে। হামা আবাসের তালিকা পাঠাইলেও টাকা দেয় নাই কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তত পাহাড়ত ১০ লক্ষ মানষি বেকার পরি আছে। রাইজ্য সরকার নিজের উদ্যোগত ৫০ দিনের কাম চালু করিছে।’ কেন্দ্র যদি না দেয় তাইলে হামায় আবাসের ব্যবস্থা করি দিম কয়া আশ্বাস দিসেন ওমা। মুখ্যমন্ত্রী আরো আশ্বাস দিসে, ‘যেলা আদর্শ আচরণবিধি থাকিবে না, সেলায় সব কিছু করি দেওয়া হবে।’