তিনটা আসনত ‘স্বাধীন’ প্রার্থী দিসে মতুয়ালার সংগঠন, নাম ঘোষণা বুধত, বিজেপির তানে কি চিন্তাত?তিন আসনত শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন প্রার্থী দিসে, সেইটা আসনগিলাত মতুয়ালার ভোট আছে।
কৃষ্ণনগরত আর বনগাঁর মেলা অংশত সেইটা ভোট নির্ণায়ক বলি মনে করেন মেলাজন।মতুয়া অধ্যুষিত রাজ্যের তিনটা আসনত ‘স্বাধীন’ প্রার্থী দিসে মতুয়াদের সংগঠন ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’। বুধবার সাংবাদিক বৈঠক করিয়া সেইটা ঘোষণা করিবার যাছে ওমা। বনগাঁ, কৃষ্ণনগর আর বারাসত প্রার্থী দেওয়া হবে সংগঠনের তরফত।প্রাথমিক ভাবে এইটা সংগঠনের নেতালা ঠিক করিছিলেন বনগাঁ, বারাসতের সাথত বর্ধমান পূর্বে প্রার্থী দিবেন। কিন্তু নেতৃত্বলারব তরফ থাকি কয়া হইছে, যাঁক ওইটা কেন্দ্রত প্রার্থী করার কাথা ভাবা হইছিল, ওমা অসুস্থ। তার বাদে ঝুঁকি নেওয়া হয় নাই।
ওমার বদলে কৃষ্ণনগরত প্রার্থী দিবার সিদ্ধান্ত নেওয়া হইছে।উদ্যোক্তালার অন্যতম দেবব্রত রায় কন ‘‘সিপিএম জমানার শেষ থাকি মতুয়ালাক নিয়া রাজনীতি শুরু হয়। তার পর থাকি তৃণমূল আর বিজেপি ওইটা করি যাসে। কিন্তু আসলে যাঁয় ভক্ত, ওমা যে তিমিরত ছিলেন, সেইটা তিমিরত আছেন। তার বাদে হামা চাছি হামার প্রার্থী জিতুক।’’