এক লাখ ভোটত জিতিবে নির্মল

নিউজ ডেস্ক : ফিরহাদ হাকিমদেওবার পর সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনত প্রচার করিলেন পৌর আর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিনা ওমা ধূপগুড়ি পৌরসভার ১৬, ১ আর ৭ নম্বর ওয়ার্ডত প্রচার করেন। ওমা মানুষজনের সাথত কাথা কন আর রাস্তা সভাত ় অংশ নেন। তিনটা রাস্তা সভাত মানষিলার ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। সাংবাদিকলার মুখোমুখি হয়া পৌর আর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কন,” এঠেকার ফল খুব ভালো হবে ৪০ বছর ধরি রাজনীতি করিছি।

মিলিয়া নিবেন কমপক্ষত ১ লাখ ভোটত জয়ী হবেন নির্মল বাবু।”

Spread the love