নিজ খবরিয়া, কোচবিহার : নিশীথ প্রামাণিকের সমর্থনত পুন্ডিবাড়িতত রোড-শো করিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার দিন দুপুর আনুমানিক বারোটা নাগাদ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি বাজার এলাকাত ় রোড-শো করেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
আইসা ১৯ শে এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠান হবে। সেইটা নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তত সেলিব্রেটির রোড-শো প্রচারত ঝড় তুলিলেন বিজেপি। এদিনা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনত পুন্ডিবাড়ি হাইরোড মোড় লাগেয়া এলাকা থাকি রোড শো শুরু হয়।সেঠে উপস্থিত আছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সাথত অইন্য জেলা বিজেপি নেতৃত্ব্লা ।
পুন্ডিবাড়ি হাসপাতাল লাগেয়া এলাকাত রোড -শো শেষ হয়। এইটা কর্মসূচিক কেন্দ্র করিয়া বিজেপির কর্মী সমর্থক আর সাধারণ মানষিলার উৎসাহ ছিল চোখুত পড়িবার মতো। বাংলা সিনেমার মহাগুরু মিঠুন চক্রবর্তীক এক ঝলক দেখিবার তানে ভিড় জমাইছিলেন মেলা সাধারণ মানষি। নাখান দূরদূরান্ত এলাকা থাকি মিঠুন চক্রবর্তীক দেখিবার তানে আসিছিলেন মেলা সাধারণ মানষি।হুটখোলা গাড়ি থাকি সাধারণ মানষিলার তানে পাল্টা হাত দেখেবার দেখা যায় মিঠুন চক্রবর্তীক। লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তত মিঠুন চক্রবর্তীর এইটা রোড -শো যে বাড়তি অক্সিজেন যোগাইল বিজেপি কর্মী সমর্থকলারভ ওইটা কবার অপেক্ষা রাখে না।
সাথত মিঠুন চক্রবর্তীর এইটা রোড শোক কেন্দ্র করিয়া মেলা পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় পুন্ডিবাড়ি এলাকাত।