উত্তরবঙ্গত বজ্রবিদ্যুৎ-সাথত ঝড়ি আর হালকা হুরকা চলিবে আরও দুইদিন, কী পূর্বাভাস জলপাইগুড়িত ?

নিউজ ডেস্ক, ১ এপ্রিল: উত্তরবঙ্গত আইসা দিনগিলাত হুরকা সুদ্দায় ঝড়ি হবার পারে বুলিয়া আগেভাগে সেইলা কাথা জানে দিলেক আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার উত্তরের জেলাগিলাত বজ্রবিদ্যুৎ-সুদ্দায় হালকা থাকিয়া মাঝারি মাপের ঝড়ি হবার পারে। আসিবার পারে হুরকাও।
গোটায় উত্তরবঙ্গত হুরকা আর ঝড়ি আরও কয়টা দিন থাকি যাবার পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হুরকা আর ঝড়ি উং‌ত্তরের পাঁচটা জেলাত চলিবে আরও দুইদিন। সোমবার জলপাইগুড়ি-সাথত উত্তরের জেলাগিলাত বজ্রবিদ্যুৎসাথত বৃষ্টির আগাম আভাস আছে। সেইলা সাথত হবারেপারে হুরকা।

আলিপুর হাওয়া দফতর থাকি জানাইচে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার আর কোচবিহারত বজ্রবিদ্যুৎ-সাথত হালকা থাকিয়া মাঝারি ঝড়ি হবার পারে। সাথত নানান জাগাত ঘণ্টাত ৩০ থাকিয়া ৪০ কিলোমিটার বেগত ঝোড়ো হাওয়া হাবার পারে। এমনে পূর্বাভাস আছে মঙ্গলবারের তানে। কিন্তু মঙ্গলবার ঝড়ির সম্ভাবনা কিছুটা কম। বুধবার থাকিয়া উত্তরের জেলাগিলাত শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হইচে । মালদহ, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরত সোমবার আর মঙ্গলবারতও ঝড়ি হবার সম্ভাবনা নাই।

সোমবার সাকালে জলপাইগুড়ির আবহাওয়ার পরিস্থিতি মোটের উপরত স্বাভাবিক আছে। হাওয়া অফিস জানাইচে, আকাশ সারা দিন অল্প মেঘলা থাকিবে। তাপমাত্রা থাকিবার পারে ২২ ডিগ্রি সেলসিয়াস থাকিয়া ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মইধ্যত। সোমবারও ঝড়ি আর হুরকার সম্ভাবনা আছে জলপাইগুড়িত।

উত্তরবঙ্গে আইসা দিনত ঝড়বৃষ্টি হবার পারে, আগতে জানাইছে আলিপুর। দেওবার বিকালে জলপাইগুড়িত আচমকাত ঝড় উঠে। মেলা মানষি ওইটাক ‘মিনি টর্নেডো’ কবা ধইচে । চার মিনিটের ঝড়ত জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির মেলা এলাকা লন্ডভন্ড হয়া যায়। পাঁচ জনের মৃত্যু হইছে। আহতলার সংখ্যা অনেক। ঝড়ত মেলা গাছ ভাঙ্গিয়া গেইসে জলপাইগুড়িত। আশ্রয়হীন হয়া পড়িচে মেলা মানষি। ওমার বাড়িঘর ভাঙ্গিয়া যায় ঝড়ের তাণ্ডবত। রাতিত পরিস্থিতি খতিয়া দেখিবার বাদে জলপাইগুড়িত গেইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত আড়াইটা পর্যন্ত ওমা নানান নাখান এলাকাত ঘুরিছেন । সাকালে জলপাইগুড়ির উদ্দেশত রওনা দিসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমা ছারাও সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনাজাগাত যাবার কাথা।

Spread the love