পুরনা জমি নিয়া দুই পক্ষের মধ্যত তুমুল মারপিট

নিজ খবরিয়া— উত্তর দিনাজপুর : পুরনা জমি নিয়া দুই পক্ষের মধ্যত তুমুল মারপিট ঘটনাটা ঘটিছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাকাও গ্রামত। টেপা গাও গ্রামত এলা এইটা জমি নিয়া উত্তেজনা টানটান আছে ।

জানা গেইছে ওইটা জমির বিবাদ চলেছে মেলা দিন ধরি। জমি সংক্রান্ত সবলা ব্যাপার ইসলামপুর কোর্টের তত্ত্বাবধানত আছে। দুইটা পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ চলিলেও ঘটনাজাগাত দাসপাড়া পুলিশ পোস্টের পুলিশ ঘটনা জাগাত পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণত নিয়া আইসেন।কিন্তু একটা পক্ষের দাবি যে জমির কেস চলেছে কোর্টত তা সত্ত্বেও জমিত চাষ করা হইল কেনে। বিরোধীপক্ষ জানাইল যে ওমা অর্ডার সিট পাইসে। এইটা ব্যাপারত দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিফুল রহমানের কাছত জানিবার চাইলে ওমা কন শুনিসি দুইটা পক্ষের মধ্যত কাথা কাটাকাটি সাথত মারপিট হইছে দুই পক্ষের মধ্যত আহত হইছেন বলি জানাইল ওমা ।

এইটা জমির বিচার আছে ইসলামপুর কোর্টের কাছত। জমি সংক্রান্ত ব্যাপার নিয়া মুইকিছু কবার পাম না । যা কবেন কোট কবেন। ওমা এলাকাত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার তানে উভয়পক্ষক আহ্বান জানাইসে।

Spread the love