ফাঁসিদেওয়াত ট্রাক্টরের ধাক্কাত মরন স্কুল পড়ুয়ার, আহত আরো ১ জন -ঘটনার তানে শুরু হইসে গাপাগুপা

ফাঁসিদেওয়া, ১৬ এপ্রিলঃ ট্রাক্টরের ধাক্কাত মরন হইল স্কুল পড়ুয়ার।জখম আরো একজন পড়ুয়া।ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগানের খুটিপাড়ার ঘটনা।ঘটনার তানে গাপাগুপা ছড়াইল এলাকাত।

জানা গেইছে, মঙ্গলবার সাকালে সাইকেলে করি দুই ভাই স্কুলত যাবার ধইসিল ।সেলায় টাইপু নদী থাকি পাথরবোঝাই করি আইসা একটা ট্রাক্টরের ধাক্কাত মরন হয় একজনের।আহত হয় আরো একজন।ঘটনার পর ট্রাক্টর ছাড়িয়া পালায় যায়।অইন্যপাখায় ক্ষোভত বিক্ষোভ শুরু করেন গ্রামেরমানষিলা ।খবর পায়া ঘটনাজাগাত যায় বাগডোগরা থানার পুলিশ।

পুলিশক ঘিরিয়া ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত জনতা।গ্রামের মানষিলার অভিযোগ, অবৈধভাবে নদী থাকি বালি তুলি নিয়া যাবার সময় এইটা ঘটনা ঘটিছে।গোটে ঘটনার তদন্তত পুলিশ।

Spread the love