প্রধানমন্ত্রী আইসার আগত শেষ মুহূর্তত প্রস্তুতি

ভাস্কর রায় — উত্তর দিনাজপুর : প্রধানমন্ত্রী আসিবার আগত শেষ মুহূর্ত প্রস্তুতি তুঙ্গি বি জে পি কার্যকর্তালর পম আইসা কালি মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া মঠত দেশের প্রধানমন্ত্রী জনসভা করিতে আইসেন। তার আগের মুহূর্ত মাঠের প্রস্তুতি, ব্যানার, নিরাপত্তা খতিয়্ব দেখেছেন জেলা বি জে পি নেতৃত্ব।

প্রধানমন্ত্রী প্রথম বার রায়গঞ্জত আইসেন স্বভাবতই উৎসাহ উদ্দীপনা আ ছে বি জে পি কর্মী সমর্থকলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যত। ব্যবসায়ী সংগঠন, সংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনগিলার সাথত সাথত সাধারণ মানষিলাক আহ্বান করা হইছে আইসা প্রধানমন্ত্রীর জনসভাত উপস্থিত থাকিবার তানে।

মানষিলার মধ্যত উৎসাহ আছে তার বাদে আইসাকালি জনসভাত জনস্রোত হবে বলি জানাইছেন বি জে পি নেতৃত্ব। তার বাদে যানবাহন আর সাধারণ মানষিলার চলাচলের যেন কোন অসুবিধা না হয় ওই পাখায় লক্ষ্য রাখিবেন বলি জানাইছেন।

Spread the love