নিজ খবরিয়া — উত্তর দিনাজপুর : কালিয়াগঞ্জ শ্রীরামনবমী উদযাপন সমিতির উদ্যোগত প্রতিবছর রামনবমী উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রার জোগার করা হয়া থাকে।
অযোধ্যায় রাম লালার মন্দির প্রান প্রতিষ্ঠার পর এইবছর প্রথম রামনবমী পড়েছে তার বাদে সাধারণ মানষিলার কাছত আলাদা মাত্রাত আনন্দ। আইসা ১৭ ই এপ্রিল শ্রী রামনবমী উৎসব উপলক্ষ্যত প্রতিবছরের নাখান এইবছরত কালিয়াগঞ্জের মনিবাগ পাড়ায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের মাঠত রামনবমী উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রা জোগার করা হইছে। ওইটার অঙ্গ হিসাবে গেরুয়া পতাকা দিয়া সাজিল কালিয়াগঞ্জ।
কালিয়াগঞ্জ শহরের নাখান প্রান্তত গেরুয়া পতাকা দিয়া সাজিয়া তুলা হইছে। ওইটার সাথত অনুষ্ঠান সফল করিবার তানে গটে কালিয়াগঞ্জ মানষিক আমন্ত্রণ জানাইছে জোগার কমিটির পক্ষ থাকি।