শ্রীমতি নদীর মেলা অংশ ভরাট করিবার অভিযোগ উঠিল একটা ব্যবসায়ীর বিরুদ্ধত

নিজ খবরিয়া— উত্তর দিনাজপুর : কালিয়াগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডত গুদরী বাজার লাগেয়া এলাকায় শ্রীমতি নদীর মেলা অংশ ভরাট করিবার অভিযোগ উঠিল একটা ব্যবসায়ীর বিরুদ্ধত। ১৪ নম্বর ওয়ার্ডের ওইটা মানষির নাম মিঠু দেবগুপ্ত।

দিনের আলোয় ট্রাক্টরত নদী ভরাট বন্ধ করিবার অভিযানত নামে ব্লক ভূমি আর ভূমি সংস্কার দফতরের আধিকারিক সুমন তামাং। ওমা নিজে সেঠে উপস্থিত থাকিয়া নদী ভরাটের কাম বন্ধ করি দেন। ব্লক ভূমি আর ভূমি সংস্কার দফতরের আধিকারিক সুমন তামাং কন, ওইটা এলাকাত যায়া নদী ভরাটের কাম বন্ধ করি দেওয়া হইছে।

এইটা ব্যাপারত থানাত অভিযোগ করা হইছে বলি জানাইল ওমা ।নদী ভরাট নিয়া সরব হইছেন ৪ নম্বর ওয়ার্ডের মানষিলা। অবৈধভাবে নদী ভরাট বন্ধ করিবার তানে কালিয়াগঞ্জ থানা, ব্লক ভূমি আর ভূমি সংস্কার দফতর আর পুরসভাত লিখিত অভিযোগ জানাইছেন স্থানীয় মানষিলাকালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা কন, নদী ভরাটের অভিযোগ পাবার মাত্র সেঠে যায়া নদীত মাটি ফেলেবার কাম বন্ধ করি দেওয়া হইছে।

নদী আর পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূনকুমার দাস কন কাগজকলমত শ্রীমতী নদী কন আর কিছু নাই। নদীর মধ্যত পুকুর করি পাড় বাঁধা হইসে। সেঠে গাছ লাগেয়া ওইটা দখল করা হইসে। কালিয়াগঞ্জত প্রায় এক বছর ধরি নদীর খাদ দখল করিবার চেষ্টা চলিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেছেন না।

Spread the love