পবিত্র রায়, রাজগঞ্জ: সাহুডাঙ্গী কেন্যাল ব্রীজ বন্ধ থাকিবে দুই বছর-এমন নোটিশ বোর্ড নাগাইছে পূর্ত দপ্তর। পুনরায় নয়া করিয়া ব্রিজ নির্মাণ করা হবে বুলিয়া বন্ধ করা হইছে ক্যানেল ব্রিজ।
ব্রিজ বন্ধের তানে সমইস্যাত পরিচে গ্রামের মানষিলা, বব্যবসায়ী সাথত টোটো আর গাড়ি ড্রাইভারলা। ক্যানেল মোড় থাকিয়া ২কিলোমিটারের মইধ্যত আছে হাইস্কুল ,প্রাথমিক বিদ্যালয় ,সাথত সাহুডাঙ্গী বাজার ।ব্রিজ বন্ধ হবার বাদে স্কুল পড়ুয়ালার স্কুল আর নানান নাখান এলাকা থাকিয়া যাত্রীলাক প্রায় ৭ কিলোমিটার ঘুরিয়া সাহুডাঙ্গি বাজারত যাবার হচে। এইটা ব্রিজ এক্কাসি গ্রামের মানষিলার তানে নাহয়, বেলাকোবা ,আমবাড়ি নানান নাখান জাগা থাকিয়া শিলিগুড়ি যাবার তানে এইটা রাস্তার ব্যবহার করে যে মানষিলা উমারলাকও অনেকটায় হয়রানির স্বীকার হবার নাগেছে।
এইটা বিষয়ত জলপাইগুড়ি পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রবীন সিং কন, এই ব্রিজটা ফির নয়া করিয়া বানেবার সমায় নাগিবে প্রায় দুইবছর। পূর্ত দপ্তরের তহবিল থাকিয়া ব্রিজ তৈরি হছে তিস্তা ক্যানেলের উপরত। ১৮ কোটি টাকা ব্যয় করিয়া তৈয়ার হবে এই ব্রীজটা। ব্রীজের অ্যাপ্রোচ রোড মিলিয়া লম্বা ৭৬মিটার। চওড়া হবে ১০.৫০মিটার। হামা চেষ্টা করিমো যাতে দুইবছরের আগতে কাম শেষ করা যায়। সোমবার থাকিয়া কাম শুরু করা হইছে।