রেলত কাটা পড়ি মরণ হইল একটা মানষির

নিজ খবরিয়া, খড়িবাড়ি: খড়িবাড়ির পানিট্যাঙ্কির বগলত গৌরসিংজোত এলাকাত রেলত কাটা পড়ি মরণ হইল একটা মানষির , ঘটনাটাত গাপাগুপা শুরু হইসে এলাকাত। জানা গেইসে এদিনা সাকালে ওই মানষিটা রেল লাইন পার হবার যায়া ঠাকুরগঞ্জ – শিলিগুড়ি মুখী কাঠিহার -ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনত কাটা পড়ে ,খনিকতে এলকাত গাপাগুপা শুরু হয়া যায় ।

ঘটনার খবর পায়া ঘটনাজাগাত আইসে খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আরত্ত জিআরপি পুলিশ আধিকারিকলা ।মরাদেহটা উদ্ধার করি উওরবঙ্গ মেডিকেল কলেজ আরও হাসপাতালত প্যাঠা হইসে।যদিও ওই মানষিটার পরিচয় জানা যায়নাই। খোঁজ খবর শুরু করিছে পুলিশ

Spread the love