লোকসভা ভোটের আগত শিলিগুড়িত উদ্ধার হইল ২১ খান খুকুরি , গ্রেফতার ১

বাপ্পা রায় শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ির পানিটাংকি মোড়ত বসিছিল নির্বাচনী নাকা চেকিং । সেই সময়তে শিলিগুড়ি থাকি কালিম্পং মুখী একটা বেসরকারি বাসক আটক করি চলিসিল তল্লাশি । পাছত বাসের ভিতিরাত থাকা একটা মানষিক পুছতাজ করিলে উমার কাথাত খেও পায় পুলিশ। উমাক তল্লাশি চালেয়া উমার ব্যাগ থাকি ২১ খান খুকুরি উদ্ধার করে পুলিশ । উদ্ধার হত্তয়া খুকরিগিলার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা ।

জানা গেইসে ধরাপড়া মানষিটার নাম নুর বাহাদুর কামি , বয়স ৫৩ বছর , কালিংপঙ্গের বাসিন্দা। উমরা শিলিগুড়ি থাকি কালিংপঙ্গ এর উদ্দেশ্যত নিয়া যাবার ধচ্ছিল । যদিও ভোটের মুখত এতগিলা খুকুরি কি কারণত নিয়ে যাওয়া ধচ্ছিল তার কারণ কয় নাই উমরা। অইন্যপাখে খুকুরি ঘটনার তদন্ত নামিসে পানিটাংকি ফাঁড়ির পুলিশ। ধৃত মানষিটাক আজি শিলিগুড়ি আদালত পাঠাইসে পুলিশ।

Spread the love