উত্তরত তারকা প্রচার! ফালাকাটাত রোড শো করিলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী

আলিপুরদুয়ার, ১৫ এপ্রিলঃ আইসা ১৯ এপ্রিল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রত ভোট।হাতত বাকি আর কয়েকটাদিন।

সোমবার তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনত আলিপুরদুয়ার জেলার ফালাকাটাত রোড শো করিলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।এদিনা ফালাকাটাত নেতাজি রোড থাকি ধূপগুড়ি মোড় পর্যন্ত রোড শো করা হয়।অভিনেতা

সোহম চক্রবর্তীক দেখিবার তানে মেলা ভির করিসে মানষিলা।

Spread the love