নিউজ ডেস্ক,১ এপ্রিল: শুকুরবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধত ম্যাচ আছিল কইলকাতা নাইট রাইডার্সের। ওইটা ম্যাচত হারি যায় আরসিবি। কেকেআরের জয়ের পাছত রিঙ্কুর হাতত ব্যাট তুলিয়া দিলেক বিরাট।
আইপিএলত যেই দলটা ঘরের মাটিত খেলাইছিল উমায় জিতিছিল। শুকুরবার সেইটা রীতি ভাঙি যায়। বেঙ্গালুরুর ঘরের মাঠত বিরাটেরঘরের দলটাক হারায় দেয় কইলকাতা। পত্থম ব্যাট করিয়া বিরাটের ব্যাটত ভর করি ১৮২ রান তুলিল আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকিতেকালে জয়ের রান তুলি নেয় কইলকাতা। ম্যাচের শেষত নাইট দল যায় বেঙ্গালুরুর সাজনঘরত। সেই ভিডিয়ো পোস্ট করিছে আরসিবি। ওঠেনায় দেখা যায় বিরাট উমার ব্যাট রিঙ্কুক দিসেন। ব্যাট পায়া খুশি রিঙ্কু। বিরাটক জড়ায় ধরে উমায়।
হারিযায়াও বিপক্ষের ব্যাটারক ব্যাট তুলিয়া দিসেন বিরাট। যেইটা ক্রিকেটপ্রেমীলার মন জয় করিয়া নিচে। ম্যাচত ৫১ বলে ৮৩ রান করে বিরাট। তাহ দলটাক জয় আনি দিবার নাই পারেন। কেকেআরের হয়া সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীলা তারাতারি রান তুলিয়া ম্যাচ জিতিয়া নেন। ম্যাচের সেরা হইছেন নারাইন।
এইবারের আইপিএলত এলায় পর্যন্ত সব থাকি বেশি রান বিরাটের। কমলা টুপি এলাও উমার দখলতে। যদিও আরসিবি তিনটার মইধ্যত দুইটা ম্যাচত হারিয়া লিগ তালিকায় ষষ্ঠ স্থানত আছে।