চলা আইপিএলের বিতা তিনটা ম্যাচত হারিবা হইছে মুম্বই ইন্ডিয়ান্সক । হারের হ্যাটট্রিকের পরে মুম্বই ছাড়িয়া চলি যায় রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যে ওমা। কঠে গেইসে ওমা ?
নিজের শহরত নাই মুম্বই ইন্ডিয়ান্স। না, ম্যাচ খেলেবার তানে অইন্য কোনও শহরত যায়নাই ওমা । বিরতি নিছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া ওমা। চলা আই পি এল এর আগিলা আগিলা তিনটা হারিবার হইছে মুম্বাই ইন্ডিয়ান্সক । হারি যাবার যাবার পাছত মুম্বাই ছাড়িয়া রোহিত, হার্দিক ওমা মুম্বই থাকিয়া প্রায় ৮০০ কিলোমিটার দূরত গুজরাতের জামনগরত গেইছেন গোটায় দল।
সমাজমাধ্যমত রোহিত ওমাক জামনগরত যাবার ভিডিয়ো ছড়ায়া পড়িছে। ওঠে দেখা যাছে, স্ত্রী ঋতিকা আর বেটি সামাইরাক নিয়া হোটেলত ঢুকেছেন রোহিত। বাকি ক্রিকেটারলাও সেঠেনা গেইছে। টিম মিটিংত দেরিত যাবার তানে মাঝতে ঈশান কিশন, কুমার কার্তিকেয়, শামস মুলানি আর নুয়ান থুসারাক শাস্তি পাবার হইছে। ওমা জামনগরত যায়া সুপারম্যানের পোশার পরে।
মুম্বই ক্রিকেটারলার বিরতি নিবার কথা জানাইছেন রবিচন্দ্রন অশ্বিনও। নিজের ইউটিউব ভিডিয়োত ওমা জানাইছেন, হারের ধাক্কা কাটেয়া ভাল ভাবে আসিবার তানে ক্রিকেটারলার এইটা বিরতি দেওয়া হইছে। ২০১৪ সালত কাইরন পোলার্ড খারাপ ফর্মত থাকাকালীন ওমাকেও নাকি গোয়াত ছুটি কাটেবার পাঠায় ছিল মুম্বই। ওঠে থাকি আসিয়া বিধ্বংসী ফর্মত দেখা গিয়েছিল পোলার্ডক। এইবার তার বাদে গোটায় দলটাকে ছুটিত পাঠাইছে মুম্বই।
বিতা মাসত এইটা জামনগরতেয় ষ বসিছিল মুম্বইয়ের মালিক মুকেশ অম্বানীর বেটা অনন্ত অম্বানী আর রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের আসর। গোটায় বলিউড উপস্থিত আছিল ওঠেনা। রিহানার নাখান বিদেশি পপ তারকালাও আছিলো। বিশ্বের সেরা ধনী মানষিলাও আছিলো অনন্তের অনুষ্ঠানত।
ওঠেনা এইবার রোহিত, হার্দিকদের প্যাঠাই দিল ফ্র্যাঞ্চাইজ়ি।