নিজ খবরিয়া ময়নাগুড়ি: বুধবার রাতিত ময়নাগুড়ি ব্লকের মেলা এলাকাক শিলাবৃষ্টিত কয়েকশো বাড়ি ক্ষতি হইসে । সব থাকি বেশি ক্ষতি দেখা গেইসে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্কান্দি আর বাগজান এলাকাত। পাশতে আরো খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতে ভালত্র ক্ষতি হইসে। ব্যাঙ্কান্দি ও বাগজান সগে বাড়িতে টিনের চালিলা কানা কানা হয়া গেইসে প্রায় মেলা বাড়ি । শিলাবৃষ্টিত আরত্ত জমির শসা, বরবটি, কুমড়ো আর লঙ্কা চাষত খিব ক্ষতি হয় । ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায় , বিসতিবার সাকাল থাকিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাত দেখিবার আইসিসে।
পাছত ঘটনা শুনিবার পায়া আইসে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন অফিস থাকি ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকাথ খতায়া দেখে উমরা । অইন্যপাখে , এলকার মানষিলা ব্লক প্রশাসনের কাছত ক্ষতিপূরণের দাবি জানাইসে । প্রসঙ্গত, ১ এপ্রিল জলপাইগুড়িতে মিনি ট্রনডেত প্রায় শেষ হয় গেইসে মেলা মানষি , তার পাছত ফের বিতা রাতিত শিলাবৃষ্টি হত্তয়ায় খিব চিন্তাত আসে মানষিলা।