প্রকাশচিক বড়াইক এর সমর্থনত আজি জটেশ্বরত দেব
নিজ খবরিয়া,ফালাকাটা : আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রত তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকের সমর্থনত সমবার ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের পইক্ষ থাকি জটেশ্বরত নির্বাচনী প্রচারের তানে রোড শো করিবার আসিছেন অভিনেতা দেব।তৃণমূল কংগ্রেস দলীয় সূত্র থাকি জানাগেইছে , অভিনেতা দেব অধিকারী হেলিকপ্টার করিয়া জটেশ্বরত নামিবেন বেলাভাটি তিনটা নাগাদ। পরে ওমা ফালাকাটা-বীরপাড়া জাতীয় রাস্তার কাজলী হল্ট থাকি জটেশ্বর ডেনারপুল…