ভোটের আগত তৃণমূল ছাড়িয়া বিজেপিত যোগদান অব্যাহত

hamar darpan

নিজ খবরিয়া, দিনহাটা : দিনহাটা ভিলেজ ১ এর যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি যোগদান করিল বিজেপিত মঙ্গলবার সাকালে বিজেপি নেতা অজয় রায়ের বাবুপাড়া লাগেয়া বাসভবনত ওমার হাত থাকি বিজেপির দলীয় পতাকা তুলি নেয় পার্থ রায়।

পার্থ রায়ক এক সময় দেখা গেইছিল দিনহাটা থাকি সাইকেল চালেয়া কলকাতাত যায়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথত সাক্ষাৎ করিছিলেন ওমা। মেলা দিন ধরি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন পার্থ রায় ।

আজি বিজেপিত যোগদান করিলেন ওমা বিজেপিত যোগদান করি পার্থ রায় কন,”স্বচ্ছ ভাবিয়া কাম করিবার গেলেই তৃণমূল কংগ্রেস আটকে দিসে আর তার বাদে স্বচ্ছতা বজায় রাখিয়া কাম করার তানে যোগদান করিনু বিজেপিত।

Spread the love